নাইন এমএম পিস্তল সহ দুজনকে গ্রেফতার
বীরভূম জেলায় নানুর থানায় দুষ্কৃতি গ্রেফতার হাটসেরান্দি থেকে একটি দেশি পিস্তল এবং একটি নাইন এমএম পিস্তল সহ দুজনকে গ্রেফতার
বীরভূম জেলায় নানুর থানায় দুষ্কৃতি গ্রেফতার হাটসেরান্দি থেকে একটি দেশি পিস্তল এবং একটি নাইন এমএম পিস্তল সহ দুজনকে গ্রেফতার করল নানুর থানার পুলিশ।
ধৃত দুজনের থেকে এই দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পাশাপাশি মোট ছটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এই দুজনের বাড়ি নানুর থানার অন্তর্গত পালুন্দী গ্রামে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় এবং আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যাচ্ছে তারা নানুর থেকে বোলপুরের দিকে আসছিলেন এবং সেই খবর পেয়ে পুলিশ হানা দিলে তাদের হাটসেরান্দি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।