আনন্দ বার্তা পুজো পরিক্রমা
১৪ বছর ধরে করে আসছে এই আনন্দবার্তা পরিবার পুজো পরিক্রমা
পুজো মানে নস্টালজিয়া আনন্দ বার্তা পুজো পরিক্রমা জমজমাট পঞ্চমীর দিন আনন্দ বার্তা পরিবার প্রতি বছরের ন্যায় এ বছরও বিচারক মন্ডলী দের নিয়ে বেরিয়ে পড়েছিল প্যান্ডেলে প্যান্ডেলে এবছর আনন্দ বার্তায় পুজো পরিক্রমায় যেসব পুজো মন্ডপ গুলি অংশগ্রহণ করেছিলে সেই সব মন্ডপে পৌঁছে গেছিল আনন্দ বার্তার
বিচারক মন্ডলীগণ তারা পুঙ্খানু পুঙ্খ বিচার করেন তাদের বিচারে যারা হবেন সেরার সেরা সেরা সেরা থিম সেরা প্রতিমা সেরা মন্ডপ তাদের হাতে তুলে দেয়া হবে আনন্দ বার্তার রীতি মেনে মিষ্টি মুখের মধ্যে দিয়ে তুলে দেয়া হবে সুদৃশ্য স্মারক যা বিগত ১৪ বছর ধরে করে আসছে এই আনন্দবার্তা পরিবার
কারা হচ্ছেন সেরা সেরা বা সেরা মন্ডপ বা সেরা থিম বা সেরা প্রতিমা তাদের জন্য থাকছে কিছু আর্থিক পুরস্কার আনন্দ বার্তার এই পুরস্কার ছিনিয়ে নিচ্ছে কারা জানতে চোখ রাখুন আনন্দ বার্তার টিভি পর্দা ফেসবুক পেজ জিও টিভি ডেলিহান্ট ও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইডে