১০ লক্ষ চাকরি ঘোষণা মোদির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪ জুন ঘোষণা করেন, আগামী ১৮ মাসে ১০ লক্ষ মানুষকে কেন্দ্র সরকারের চাকরি দেওয়া হবে। বিরোধীরা দেশে বেকারত্বের ইস্যুতে ঝড় তুলছে ঠিক তখনই এই ঘোষণা করেছে কেন্দ্র।
কেন্দ্র সরকার আগামী ১৮ মাসে দশ লক্ষ চাকরি দেবে মানুষকে।কেন্দ্রীয় মন্ত্রক এবং বিভাগগুলিতে প্রায় ১০ লক্ষ শূন্যপদ ।সংসদে সরকারের লিখিত উত্তরে বলা হয়েছে, ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত ৪০.৩৫ লক্ষ অনুমোদিত পদের কেন্দ্র সরকারের মন্ত্রক এবং বিভাগগুলিতে মাত্র ৩০.৫৫ লক্ষ কর্মচারী ছিল অর্থাত্ প্রায় ৯.৮ লক্ষ শূন্যপদ রয়েছে কেন্দ্র সরকারের চাকরিতে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৪ জুন ঘোষণা করেন, আগামী ১৮ মাসে ১০ লক্ষ মানুষকে কেন্দ্র সরকারের চাকরি দেওয়া হবে। বিরোধীরা দেশে বেকারত্বের ইস্যুতে ঝড় তুলছে ঠিক তখনই এই ঘোষণা করেছে কেন্দ্র।আগামী দেড় বছরে ১০ লক্ষ মানুষকে চাকরিতে নিয়োগ করবে,” ট্যুইট করেছে পিএম ।
সরকারি তথ্য অনুযায়ী, রেল মন্ত্রকে ২.৯৪ লক্ষ শূন্যপদ, প্রতিরক্ষা বিভাগে ২.৬৪ লক্ষ শূন্যপদ, স্বরাষ্ট্র মন্ত্রকে ১.৪ লক্ষ শূন্যপদ, ডাক বিভাগে প্রায় ৯০,০০০ শূন্যপদ এবং রাজস্ব বিভাগে প্রায় ৮০,০০০ শূন্যপদ রয়েছে।যদিও বিরোধীরা বলছেন আগামী ২৪ সালে নির্বাচন উপলক্ষে মোদী যুব সমাজের ভোট কে বাক্স বন্দি করার লক্ষেই এই ঘোষণা করেছেন। আদৌ তা কতটা কার্য করি হবে তা সময় বলবে।