বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

উচ্ছের স্বাদ এবং আঙ্গুল চেটে খাবে সকলেই

Published on: June 7, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

এমন অনেকেই আছেন যারা উচ্ছের নাম শুনলেই, দশ হাত দূরে পালায়।বাচ্চাদের কথা তো ছেড়েই দিলাম।উচ্ছে ভালোবাসি’ একথা বলার লোকের বড়ই অভাব।উচ্ছে, নিমপাতা মানুষের অপছন্দের তালিকায় একেবারে প্রথমে থাকলেও, এই সবজির গুণাগুণ যে সর্বাধিক এই কথাটাই বুঝতে চান না বেশিরভাগ মানুষ।

তাই এমন এক রেসিপি শেখাব,যা বদলে দেবে উচ্ছের স্বাদ এবং আঙ্গুল চেটে খাবে সকলেই।

দেখে নিন উচ্ছে আলুর তরকারি বানাতে কি কি উপকরণ লাগছে-

উচ্ছে, আলু, পেঁয়াজ বাটা, জিরে, কাঁচালঙ্কা, হলুদগুঁড়ো, তেল ও নুন পরিমাণ মত।

পদ্ধতি- প্রথমে উচ্ছে এবং আলু ডুমু ডুমু করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে জিরে,  কাঁচালঙ্কা এবং পেঁয়াজ বাটা ফোঁড়ন দিয়ে আলু আর উচ্ছে টুকরো দিয়ে ভালো করে ভাজতে হবে। সেই সঙ্গে পরিমান মত নুন আর হলুদগুঁড়ো দিয়ে দিতে হবে।

এরপর ভাজা হয়ে গেলে সামান্য জল ঢেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এবারে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন উচ্ছে আলুর তরকারি। ঘরে ধনে পাতা, কাচালঙ্কা থাকলে, উপর থেকে ছড়িয়েও দিতে পারেন। আবার মটরশুটি থাকলে, তাও দিতে পারেন। দেখার সঙ্গে সঙ্গে খেতেও লাগবে অসাধারণ।

Join Telegram

Join Now