তসলিমার নিশানায় মমতা সহ তিন নারী

সোশ্যাল মিডিয়ার লেখিকা তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট অনেকেরই পছন্দ হয় না। ক্ষমতাবানদের তোষামোদ করে চলার পক্ষপাতী নন তসলিমা নাসরিন

সোশ্যাল মিডিয়ার লেখিকা তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট অনেকেরই পছন্দ হয় না। ক্ষমতাবানদের তোষামোদ করে চলার পক্ষপাতী নন তসলিমা নাসরিন। এটাই হল মূল কারণ তার লেখা অনেকের পছন্দ না হওয়ার পেছনে। তাঁর অকপট, সাহসী, সময়ের থেকে এগিয়ে থাকা অবস্থানকে কুর্নিশ করেন অনেকেই। তসলিমা নাসরিনের ফেসবুক পোস্ট নিয়ে মাঝে মাঝেই বিভিন্ন রকম চর্চা চলে। ফের সেরকমই একটি পোস্ট করেছেন তসলিমা নাসরিন।

 

 

এবার নিজের লেখায় তিন জন নারীকে উল্লেখ করেছেন তসলিমা নাসরিন। তসলিমা নাসরিন লিখেছেন, “আমার প্রিয় শহরগুলোর মধ্যে অন্যতম ময়মনসিংহ, ঢাকা, কলকাতা। এই তিনটে শহরে আমার প্রবেশ নিষিদ্ধ যাঁরা করেছেন, তাঁদের মধ্যে অধিকাংশই নারী। খালেদা, হাসিনা, মমতা। আমি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে নারীর সমানাধিকারের পক্ষে আজ চার দশকের বেশি লিখছি। আমি কাউকে মারিনি, ধরিনি, কাটিনি। নারীর পক্ষে লিখি। মানবতার পক্ষে লিখি।”

 

 

লেখিকা আরো লেখেন, “ওই তিন নারী যখন নারীর অধিকারের পক্ষে কথা বলেন, বাক স্বাধীনতার পক্ষে কথা বলেন, আর লোকেরা তাদের কথায় বেশ হাততালি দেয়, তাদের সুখ্যাতি গায়- আমার বড্ড হাসি পায়। আগে রাগ হতো, এখন হাসি পায়। সুখ্যাতি গাওয়া লোকেদের কপটতা দেখে হাসি তো পাবেই। ওই নারী শাসকদের কথায় আজকাল হাসিও পায় না। দিনে দিনে এইটুকু বুঝেছি, সততা বলতে ওঁদের মধ্যে কিছু নেই। রাজনীতি করতে গেলে সবচেয়ে বেশি যেটা দরকার, সততা, সেটিকে ওরা অনেক আগেই সস্তায় বিক্রি করে দিয়েছে”।

 

 

ইতিপূর্বে ফেসবুকের পক্ষ থেকে একাধিকবার তসলিমা নাসরিনের গল্প ব্যান করা হয়েছে। কিন্তু তাতেও দমে যাননি তসলিমা নাসরিন। বরাবরই ছকভাঙা প্রবন্ধ, গল্পের ক্ষেত্রে সবার প্রথমে নাম আসে বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের। কবিতা দিয়েই নিজের লেখালেখি শুরু করেছিলেন তিনি। তার লেখায় ঘুরে ফিরে এসেছে, প্রাপ্তবয়স্কদের লেখা, অবাধ যৌনাচারের মতো বিষয়গুলি। তসলিমা নাসরিনের এই সাহসিকতার জন্য অনেকেই তাঁকে কুর্নিশ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *