বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

অরুণ লাল ও বুলবুল সাহার রেজিস্ট্রি ম্যারেজ

Published on: May 2, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

প্রথম স্ত্রীর জীবিতাবস্থায় বাংলার ক্রিকেট দলের কোচ অরুণ লাল দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ৩৭ বছর বয়সী বুলবুল সাহাকে বিয়ে করছেন অরুণ লাল। তাঁর বয়স ৬৬ বছর। বুলবুল, অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী। রবিবার বিয়ের আগে রবিবার রেজিস্ট্রি পর্ব সমাপ্ত হলো। বিয়ের রেজিস্ট্রির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পাত্রী বুলবুল সাহা লিখেছেন, “অফিশিয়ালি মিসেস লাল, পরিবারের লোকজন এবং বন্ধুবান্ধবদের অনেক ধন্যবাদ।”

জানা গিয়েছে যে সোমবার সন্ধ্যায় শহরের এক পাঁচতারা হোটেলে অরুণ লাল এবং বুলবুলের বিয়ের রিসেপশনের আসর বসতে চলেছে। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠ লোকজন, বাংলা ক্রিকেট দলের সদস্যরা এবং সিএবি কর্তারা। তার আগে সকালবেলায় বাড়িতেই হলো রেজিস্ট্রি। এদিন রেজিস্ট্রি ম্যারেজ এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং প্রাক্তন ক্রিকেটার সাবা করিম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বিবাহ আমন্ত্রণ জানিয়েছেন অরুণ লাল। মাসখানেক আগেই অরুণ লাল এবং বুলবুলের মধ্যে এনগেজমেন্ট হয়ে গিয়েছে। এবার সামাজিক বিয়ের পালা। দীর্ঘদিন ধরেই বুলবুলের সঙ্গে সম্পর্কে রয়েছেন অরুণ লাল। এদিন কেককেটে রেজিস্ট্রি করেন অরুণ লাল ও বুলবুল সাহা। কেকে লেখা ছিল, “অরুণ ওয়েডেস বুলবুল”। লাল গোলাপের মালা বদল করে হয় রেজিস্ট্রি ম্যারেজ। সাদা শাড়ি আর সাদা স্লিভলেস ব্লাউজ। অরুণ লাল পরেছিলেন সাদা পাঞ্জাবি আর ওভারকোট।

সোমবার রাতে থাকছে এলাহি আয়োজন। অরুণ লাল এবং বুলবুলের বিয়ের মেনুতে থাকছে চিংড়ির মালাইকারি, ফিস ফ্রাই, খাসির মাংস, মিষ্টি দই-সহ আরও রকমারি বাঙালি পদ। মধ্য কলকাতার একটি বিলাসবহুল হোটেলে এই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত বুলবুল সাহা পেশায় একজন স্কুল শিক্ষক। তিনি এখনও পড়ানোর পেশায় যুক্ত রয়েছেন। রান্না করতে তাঁর খুবই ভালো লাগে। ২০১৯ সালে একটি রান্নার প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেছিলেন।

Join Telegram

Join Now