বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর আলীয়া, অবশেষে সামনে এলো দিনক্ষণ

রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ সংবাদমাধ্যমে জল্পনার শেষ নেই। গত মাসের শেষে জানা যায় যে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর

বলিউড জুড়ে চলছে বিয়ের মরশুম। রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়া সহ সংবাদমাধ্যমে জল্পনার শেষ নেই। গত মাসের শেষে জানা যায় যে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর কাপুর এবং আলীয়া ভাট। এই খবর প্রকাশ্যে আসতেই “রালিয়া” কবে বিয়ে করছেন এই প্রশ্নে রীতিমতো শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। তবে বিয়ে নিয়ে রীতিমতো মুখে কুলুপ এঁটেছেন আলীয়া এবং রণবীর দুজনেই।

চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন এই মুহূর্তে গ্ল্যামার জগতের সবচেয়ে চর্চিত লাভ বার্ডস রণবীর কাপুর ও আলিয়া ভাট। সতীর্থদের মতোই তাঁরাও নিজেদের এই বিশেষ দিনটাকে ব্যক্তিগতই রাখতে চাইছেন বলে জানা গিয়েছে। বিয়ে প্রসঙ্গে এবার মুখ খুললেন রণবীরের মা নীতু কাপুর। ডান্স দিওয়ানে জুনিয়ারে টেলিভিশনের ডান্স রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে নীতু কাপুরকে দেখা যাচ্ছে। সেখানেই প্রশ্নের উত্তর দেন তিনি।

 

এদিন নীতু কাপুর বলেন, “আমি এই বিয়েটা সেলিব্রেট করতে চাই৷ চিৎকার করে বলতে চাই সবাইকে। তবে আজকালকার বাচ্চারা অন্যরকম। ওরা দু’জনেই ব্যক্তিগত জীবন উপভোগ করে। কবে বিয়ে করে নেবে জানি না, তবে হবে নিশ্চয়ই। আমার প্রার্থনা যেন বিয়েটা তাড়াতাড়িই হয়ে যায়, কারণ আমি ওদের দু’জনকেই খুব ভালোবাসি”। রণবীরের গার্লফ্রেন্ড আলীয়া প্রসঙ্গে প্রশংসায় পঞ্চমুখ নীতু কাপুর। তাঁর কথায়, “ও খুব ভাল একজন মানুষ ৷ রণবীর ও আলীয়া একে-অপরের জন্যই তৈরি হয়েছে। ওরা সত্যিই একে-অপরের পরিপূরক”।

বলিউড সূত্রে জানা যাচ্ছে যে, আরকে হাউসে চারদিন ধরে বসতে চলেছে আলীয়া এবং রণবীরের বিয়ের আসর। ১৯৮০ সালে সালে সেখানেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রণবীরের বাবা-মা ঋষি কাপুর ও নীতু কাপুর। ১৩ এপ্রিল মেহেন্দির অনুষ্ঠান। পরের দিন সঙ্গীত ও সবশেষে ১৫ এপ্রিল হবে বিয়ে। পরিবার এবং ঘনিষ্ঠ কিছু বন্ধু-বান্ধবদের সঙ্গে নিয়েই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর এবং আলীয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *