বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বগটুই কাণ্ডে মুম্বই থেকে চার জনকে গ্রেফতার

Published on: April 7, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

বগটুই কাণ্ডের তদন্ত সূত্রে বৃহস্পতিবার মুম্বই থেকে চার জনকে গ্রেফতার করল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রের খবর, বগটুই-কাণ্ডের  প্রত্যক্ষদর্শী ও অন্যান্যদের জেরা করে এই চার জনের নাম পেয়েছিলেন গোয়েন্দারা।কেন্দ্রীয় তদন্ত এজেন্সির এক কর্তার কথায়, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই যে উপ প্রধান ভাদু শেখ খুন হওয়ার সঙ্গে বগটুইয়ের ঘটনা লতায়পাতায় জড়িত। সেই কারণে সিবিআই ভাদু খুনের তদন্ত করতেও আগ্রহী। তবে তা নির্ভর করছে কলকাতা হাইকোর্টের উপর।

জানা গিয়েছে, ধৃত চার জনের মধ্যে ২ জন হল বাপ্পা শেখ ও সাবু শেখ। বগটুইকাণ্ডে এটাই সিবিআইয়ের প্রথম গ্রেফতার। কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা জানিয়েছেন, বগটুইয়ের ঘটনার পরদিনই এরা মুম্বই পালিয়েছিল।সিবিআইকে রীতিমতো চাপে রেখেছে উচ্চ আদালত। হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে বগটুই-কাণ্ড নিয়ে প্রাথমিক রিপোর্টও জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। সিবিআই সূত্রে দাবি করা হচ্ছে, এই চার জনকে গ্রেফতার করা বড় সাফল্য। এদের জেরা করে বগটুই-কাণ্ডের জট অনেকটাই ছাড়ানো যাবে বলে তাঁরা আশাবাদী।

Join Telegram

Join Now