9000 হাজার কর্মী নিয়ে দেখা করতে আসব বলেও হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর
বিজেপি অভিযোগ জেলা এসপি, ডিএম সবাই জেলা ছেড়ে পালিয়েছে। তার কারণ সামনাসামনি করার মতো ক্ষমতা তাদের নেই। নদীয়া জেলা শাসক এবং এস পির সঙ্গে দেখা না করতে পেরে ক্ষোভ উগরে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার বিকেলে তিনি নদীয়া জেলা কার্যালয়ে আসেন। জেলার বিধায়ক ও নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেন। এরপরই পূর্বঘোষিত অনুযায়ী জেলাশাসক এবং এসপি দপ্তরে যান সাক্ষাৎ করতে।
মূলত ভোট গণনার পর থেকেই যেভাবে বিজেপির উপর রাজ্যের শাসক দল আক্রমণ চালিয়েছে এর পাশাপাশি প্রশাসন যেভাবে মিথ্যা মামলায় বিজেপির একাধিক নেতা নেত্রীদের গ্রেফতার করছে বলে অভিযোগ সে বিষয়ে কথা বলতে এসেছিলেন তিনি।জেলার জেলাশাসক এবং এস পি দের দেখা না পেয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন।শুভেন্দু অধিকারী বলেন যেহেতু বিজেপির প্রত্যেকটা অভিযোগ সত্য সেই কারণে তারা আগে থেকেই জেলা থেকে পালিয়েছে। আর এর পিছনে রয়েছে রাজ্যের শাসকদলের নির্দেশ।লকডাউন উঠে গেলে আমি নিজে 9000 হাজার কর্মী নিয়ে দেখা করতে আসব বলেও হুঁশিয়ারি দেন তিনি।