72রান দুরে রঞ্জি জয় এর স্বপ্ন থেকে বাংলা
7জয়ের গন্ধ বাংলা ড্রেসিং রুমে……জয়ের
7272
চতুর্থ দিনের শেষে বাংলার স্কোর ৬উইকেট এ ৩৫৪। অনুস্টুপ মজুমদার ৫৮ ,অর্ণব নন্দী ২৮ এ ব্যাট করছে।
সপ্তম উইকেট এ ৯১ রানের পার্টনারশিপ বাংলা কে স্বপ্ন দেখাচ্ছে।ঋদ্ধিমান ম্যান সাহা ৬৪ ও সুদীপ চ্যাটার্জী এর ৮১ রান বাংলা কে জয়ের গন্ধ পায়য়ে দিয়েছে
আর মাত্র ৭২ রান করতে পারলেই তৃতীয় বারের জন্য চ্যাম্পিয়ন হবে বাংলা। সৌরাষ্ট্র প্রথমে ব্যাট করে ৪২৫ রান করে। প্রথম ইনিংস টপকাতে বাংলার দরকার আর মাত্র ৭২ রান।
প্রথম ইনিংস এ এগিয়ে থাকার সুবাদে বাংলা ফাইনাল জয় লাভ করবে। বাংলার আকাশ দীপ ৪টি আর সাহাবাজ আহমেদ ৩টি উইকেট দখল করে। সৌরাষ্ট্রের হয়ে অর্পিত ভাসাভাডা ১০৬ রান করে। এখন শুধু সময় বলবে শেষ হাসি করা হাসবে। ..