610 কিমি দূরে দীঘা থেকে যশ
আজ 24 তারিখ নিমচাপ সাইক্লোন এ পরিণত হয়েছে। এখন পুর মধ্য বঙ্গপসাগরে রয়েছে,620 কিমি দূরে বালাশোর থেকে ও 610 কিমি দূরে দীঘা থেকে।এই ঘূর্ণি ঝড় উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে।আগামী 12 ঘন্টায় এটি সিভিয়ার সাইক্লোন এ পরিণত হবে। পরে আরো শক্তি বাড়াবে 26 তারিখ সকালে। উড়িষ্যা উপকূল ঢুকবে 26 তারিখ সন্ধ্যা তে। পারদীপ ও সাগর দিয়ে এর মাঝখান দিয়ে ও বালাশরের পাস থেকে প্রবেশ করবে। এই ঝড়ের ফলে 24 তারিখ কলকাতা সহ উপকুলের সব জেলায় বৃষ্টি হবে। কিছু জায়গায় ভারি বৃষ্টি হবে। 25 তারিখ অতি ভারি বৃষ্টি হবে দুই 24 পরগনার দুই মেদিনীপুর অতিভারি বৃষ্টি হবে।
26 তারিখ দক্ষিণ বঙ্গের সব যায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হবে ঝাড়গ্রাম, দুই 24 পরগনাও দুই মেদিনীপুর এ। বাকি জেলাতে ভারি বৃষ্টি হবে।27 তারিখ পশ্চিম এর জেলা ও উত্তর বঙ্গের জেলা গুলোতে ভারি বৃষ্টি হবে। এখন যেখানে ঝড় আছে সেখানে হওয়ার গতি আছে 40 থেকে 50।তারপর আরো শক্তি বাড়াবে তখন হওয়ার গতি হবে 50 থেকে 60।26 তারিখ যখন ঝড় স্থল ভাগে প্রবেশ করার আগে হওয়ার গতি থাকবে 100KM।যখন এটি স্থলভাগে প্রবেশ করবে তখন গতি165 থেকে 155 গ্যাস্টিন 185। উত্তর ও দক্ষিণ বঙ্গে হাওয়া গতি থাকবে 90। কলকাতা গতি থাকবে 80 গ্যাস্টিন 90 কিমি।সমুদ্রে উত্তাল থাকবে 25 থেকে 26। বেশি জ্বলচ্ছাস হবে উড়িষ্যা তে বালাশোর 2 থেকে 4 মিটার জ্বলচ্ছাস । এই রাজ্যে জ্বলচ্ছাস হবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা 1 থেকে 2 মিটার।