বৃদ্ধা সাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে একের পর এক বাইক দুর্ঘটনা আহত ৬
অনুমানিক 5,30 নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাহেব বাড়ি এলাকায় সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে একই সঙ্গে তিনটি বাইকে দুর্ঘটনা।
অনুমানিক 5,30 নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের সাহেব বাড়ি এলাকায় সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে একই সঙ্গে তিনটি বাইকে দুর্ঘটনা। গুরুতর আহত ৬,স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে একজন বয়স্ক সাইকেল আরোহী কে বাঁচাতে গিয়ে পিছন দিক থেকে আসা আর একটি বাইক ধাক্কা মারে এরপর আরেকটি বাইক এসে ধাক্কা মারে।
পরপর একই সঙ্গে তিনটি বাইকের ধাক্কায় গুরুতর আহত হন ৬ জন ব্যক্তি গুরুতর আহত হওয়ায় স্থানীয়রা তড়িঘড়ি ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে জলপাইগুড়ি তে এফেয়ার করা হয়। গুরুতর আহত ব্যক্তির ৬ জনের নাম পরিচয় জানা যায়নি তবে দুজনের নাম এ পরিচয় জানা গিয়েছে ।
সুকুমার রায়, সুশান্ত রায়, তাদের দুজনেরই বাড়ি জোরপাখিরি এলাকায়,তবে ঘটনাস্থলে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ , পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তার পাশে থাকা শনি মন্দিরের বাইকের ধাক্কায় একটি ওয়াল ভেঙে যায়।ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে ।