4 জনকে গ্রেফতার করল আসানসোল দক্ষিন থানার পুলিশ
ব্যাঙ্ক প্রতারণার সাথে যুক্ত সন্দেহে 4 জনকে গ্রেফতার করল আসানসোল দক্ষিন থানার পুলিশ ।ধৃতদের কাছ থেকে 6 টি মোবাইল, 20 টি সিমকার্ড, ও 2 লক্ষ দশ হাজার টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ ।ধৃতদের আসানসোল আদালতে পাঠিয়ে নিজেদের হেফাজতে চাই পুলিশ ।আদালত সাত দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করে।পুলিশ সুত্রে জানা গেছে, গত 28 তারিখ আসানসোল ডি আর এম অফিস সংলগ্ন এলাকায় ঘুরতে দেখে সন্দেহ হয় পুলিশের ।তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে ও পরে গ্রেপ্তার করে পুলিশ ।