সাহিত্য সম্রাট সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫ তম জন্মবার্ষিকী পালন

আজ সাহিত্য সম্রাট  সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫ তম জন্মবার্ষিকী।

আজ সাহিত্য সম্রাট  সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৫ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাড়ম্বরে পালন করা হচ্ছে তার জন্মদিবস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম দিবস উপলক্ষে নৈহাটির ঐতিহ্য বঙ্কিম ভবনে ৪ দিন ধরে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে  এবং এখানে আমরা সাহিত্য জগতের আলোচনা সভাও আলোচনা করা হয়েছে। সাহিত্য সম্রাটের  জন্ম দিবস উপলক্ষে  আজ নৈহাটি বঙ্কিম ভবনে  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে  মাল্যদান করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানের মাঝেই  বঙ্কিম গবেষণা কেন্দ্র ঘুরে দেখতে আসেন  বিধানসভার মুখ্য সচেতক  নির্মল ঘোষ।

এছাড়াও তার সাথে উপস্থিত ছিলেন  ভবনের অধ্যক্ষ  রতন কুমার নন্দী,  বাংলা একাডেমী সচিব  বাসুদেব ঘোষ  ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সাহিত্য সম্রাটের  আবক্ষ মূর্তিতে মাল্যদান করে  বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন,  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের  সকলের গর্ব। বন্দে মাতারাম সংগীত  যতদিন বেঁচে থাকবে  ততদিন  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের  সকলের মনে  বিরাজ করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *