২টি টোটো ও ১টি মোটরসাইকেলে করে বোমা ও ডিজেল নিয়ে আসে বগটুই গ্রামে দুষ্কৃতিরা

INTERNET-রামপুরহাট গণহত্যার তদন্তে চাঞ্চল্যকর তথ্য এল সিবিআইয়ের হাতে। গোয়েন্দারা জানতে পেরেছেন, ২১ মার্চ রাতে ২টি টোটো ও ১টি মোটরসাইকেলে করে বোমা ও ডিজেল নিয়ে যাওয়া হয় বগটুই গ্রামে। স্থানীয়রা জানিয়েছেন, ২১ মার্চ রাতে ২টি টোটো ও ১টি মোটরসাইকেলে করো বোমা ও ডিজেল নিয়ে গ্রামে হাজির হয় ভাদু শেখের অনুগামীরা। সেখানে যাবতীয় জিনিসপত্র নামিয়ে পাশের গ্রামে সেগুলিকে লুকিয়ে রেখে পালায় দুষ্কৃতীরা।
শনিবার সেই টোটো ও মোটরসাইকেল পাশের গ্রাম থেকে বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। টোটো ও মোটরসাইকেলের মালিককে চিহ্নিত করার চেষ্টা চলছে।শনিবার নিহতদের পরিবারের সদস্য মিহিলাল শেখ, সেকলাল শেখকে নিয়ে ঘনটাস্থলে পৌঁছন তদন্তকারীরা। তাঁদের দিয়ে বাহনগুলিকে শনাক্ত করান। এরপর বাহনগুলির ছবি তোলেন ও নম্বর লিখে নেন।সিবিআই সূত্রের খবর, বাহনগুলির মালিক কে জানতে তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *