বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বেশকিছু প্রাইমারি স্কুলে মিড ডে মিলের চাল কম

Published on: March 15, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান জেলার ভাতার এর বরগুনা অঞ্চলের এবং ভাতার অঞ্চলের বেশকিছু প্রাইমারি স্কুলে মিড ডে মিলের চাল কম দিচ্ছে সরবরাহকারী সংস্থা এই অভিযোগ তুলে আজ প্রাইমারি স্কুলের শিক্ষকরা লিখিত অভিযোগ জানাল ভাতার ব্লক আধিকারিক কে।

 

শিক্ষক মহাশয় দের অভিযোগ তারা ভাতার সমবায় সমিতি থেকে মিড ডে মিলের চাল পান প্রতি বস্তা 50 কিলো করে থাকার কথা কিন্তু আজ যখন চাল দিতে যাই স্কুলে স্কুলগুলিতে তখন দেখা যায় বস্তা তে 8 থেকে 10 কিলো করে চাল  কম।ওজন করতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় শিক্ষক মহাশয়দের অবিলম্বে এই কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শিক্ষক মহাশয়।

বরগুনা অঞ্চলের এক শিক্ষক প্রশ্ন জানান যে সরবরাহকারীরা চাল কম দিচ্ছে, তার দায়ী চাচ্ছে আমাদের ঘাড়ে অবিলম্বে আমরা এর একটি ব্যবস্থা চাই আজ লিখিত অভিযোগ জানালাম বিডিও কে।বিডিও অরুণ কুমার বিশ্বাস জানান যে, অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে ভাতার সমবায় সমিতি ম্যানেজার না থাকার জন্য তার সঙ্গে যোগাযোগ করা যায়নি। অফিসে থাকা অন্যান্য আধিকারিকরা ম্যানেজার বাবুর নাম্বারটা বলে জানান।সমগ্র বিষয়টি কেন্দ্র করে আজ ভাতার এর বিভিন্ন প্রাইমারি স্কুলে চাঞ্চল্য ছড়ায়।

Join Telegram

Join Now