বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

নতুন অতিথি মিঠাই-সিদ্ধার্থর জীবনে

Published on: March 13, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

গত কয়েক সপ্তাহ ধরে কমতে শুরু করেছে মিঠাই’র টি.আর.পি। এই মুহূর্তে মিঠাইকে পেছনে ফেলে তরতরিয়ে এগিয়ে গিয়েছে গাঁটছড়া। মিঠাই-সিদ্ধার্থ’র মাখোমাখো প্রেমে দর্শক মজলেও টিআরপি তালিকায় সেই প্রেম বর্ষিত হচ্ছে না। তাই নির্মাতারা একের পর এক চেষ্টা করেই চলেছেন। পাহাড়ে মিঠাই সিদ্ধার্থর প্রেম থেকে মিঠাইয়ের জন্মদিন পালন করছে উচ্ছে বাবু; সবই ঘুরেফিরে দেখানো হয়েছে।

এবার মিঠাইকে বড় সারপ্রাইজ দিল সিদ্ধার্থ। নতুন অতিথি এল মিঠাই সিদ্ধার্থর জীবনে। মিঠাইকে জন্মদিনে স্কুটি উপহার দিল সিদ্ধার্থ। এবং ভালোবেসে জয় রাইডে নিয়ে গিয়ে স্কুটি চালানো শেখালো। কিন্তু নতুন অতিথির আগমন একটু চিন্তিত মিঠাই রানী।

 

Join Telegram

Join Now