আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

আলুর জমিতে জল সেচ করার সময় বোমা ফেটে গুরুতর জখম

Published on: March 10, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

 

– পূর্ব বর্ধমান:- আউশগ্রাম-১:আলুর জমিতে জল সেচ করার সময় বোমা ফেটে গুরুতর জখম গুসকরা কলেজের প্রথম বর্ষের ছাত্র,আহতের নাম ফৈজুদ্দিন শেখ বয়স ১৯ …

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ১ ব্লকের কল্যাণ পুর গ্রামে,আহত ছাত্র ও চাষি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।

উলেখ্য আহত ফৈজুদ্দিন শেখের বাবা মফিজউদ্দিন শেখ জানান,আজ সকাল নাগাদ ছেলে জমিতে গিয়ে আলুতে জল দেবার কাজ করছিল,সেই সময় মজুত রাখা বোমা ফেটে যায় এবং পা থেকে কোমর পর্যন্ত গুরুতর জখম হয়।তড়িঘড়ি প্রথমে গুসকরা হাসপাতাল পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে জানা যায় আহত ফৈজুদ্দিন শেখ এর অণ্ডকোষ ফেটে গেছে।
পাশাপাশি তিনি এও বলেন,গ্রামেরই মলয় মণ্ডল নামে এক চাষীর সঙ্গে জমি নিয়ে বিবাদ চলছিলো,সুতরাং মলয় মণ্ডলের এই কাজ সেই বোমা রেখেছিলো আমার পরিবারকে মারার জন্য বলে অভিযোগ।
শারীরিক অবস্থা অবনতি হলে কলকাতা রেফার করেন বর্ধমান মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসক।

কার্যতঃএই মুহূর্তে আউশগ্রাম থানায় মলয় মণ্ডলের নামে অভিযোগ করা হয়েছে। তদন্তে নেমে সরজমিনে ক্ষতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন।

Join Telegram

Join Now