প্রাক্তন মূখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের ১০৩ তম জন্মদিবস পালন

যথাযথ মর্যাদায় বাংলার প্রাক্তন মূখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের ১০৩ তম জন্মদিবস পালন করলো খণ্ডঘোষ ব্লক তৃণমূল নেতৃত্ব

যথাযথ মর্যাদায় বাংলার প্রাক্তন মূখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের ১০৩ তম জন্মদিবস পালন করলো খণ্ডঘোষ ব্লক তৃণমূল নেতৃত্ব। খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাদুলিয়ার তৃণমূল কংগ্রেস দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। একসময় রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার পাশাপাশি একটি রাজ্যের রাজ্যপাল এবং বিশিষ্ট আইনজীবী ছিলেন তিনি। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছিলেন তিনি। জাতীয়তাবাদী রাজনীতির পথপ্রদর্শক এই মানুষটি।

এক সময় বাম জামানার অবসান ঘটিয়ে নতুন সরকার প্রতিষ্ঠার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করেছিলেন তিনি। তাই আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং নির্দেশে রাজ্য তথা দেশের এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কুমার পাল, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিতকুমার বাগদি, শিক্ষা সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ তপন কুমার ঘোষ, শিক্ষক নেতা অনাবিল ইসলাম, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *