পূর্ব বর্ধমানে ১ টাকার বস্ত্র বাজার
বর্ধমান দুর্গোত্সব উপলক্ষে বেশ কিছু গরীব দুঃস্থ মানুষদের অভিনব উপহার দিল বর্ধমান গ্রীন হন্টার এন্ড স্টুডেন্টস গোল। সমাজের পিছিয়ে পড়া মানুষদের মুখে হাসি ফোটাতে “এক টাকার বাজার ” নামে এক খোলা বাজারের আয়োজন করা হয়েছিল পঞ্চমীর সকাল থেকে।সেখানে মাত্র এক টাকার বিনিময়ে নিজেদের পছন্দ মতো নতুন পোশাক কেনার ব্যবস্থা করা হয়েছিল পিছিয়ে পড়া মানুষদের জন্য।রাজগঞ্জ ভিক্টোরিয়া মাঠে আয়োজিত এই বাজারে প্রায় ৩৫০ জন শিশু থেকে বয়স্ক পছন্দমতো কেনাকাটা করে।
উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরুষ্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক -সুভাষচন্দ্র দত্ত,বিশিষ্ট শিক্ষিক তপপ্রকাশ ভট্টাচার্য, লায়ন গৌতম সরকার,বেলকাস হাই স্কুলের প্রধান শিক্ষক সঞ্জীব মুখোপাধ্যায়, প্রাক্তন প্রধান শিক্ষক নন্দকিশোর দেবনাথ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্থার সম্পাদক রাকেশ খান জানান, দান নয়, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজন যাতে নূন্যতম মূল্যে পুজোর নতুন পোশাক ক্রয় করে নিতে পারে তার জন্য এই উদ্যোগ গ্রহণ। সপ্তমী পর্যন্ত বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চলবে তাদের এই এক টাকার বাজার।