বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

৪৮ ঘন্টার মধ্যে জোড়া হ্যাট্রিক দীপকের

Published on: November 12, 2019
---Advertisement---

Join WhatsApp

Join Now

৮ ঘন্টার মধ্যে ফের একবার হ্যাট্রিক দীপকের ( Dipak chahar )। রবিবার নাগপুরে বাংলাদেশের বিপক্ষে হ্যাট্রিক সহ ৬ টি উইকেট নিয়ে ছিলেন তিনি।
২দিন মধ্যেই সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে আরও একটি হ্যাট্রিক দীপকের ।
মঙ্গলবার সৈয়দ মুস্তাক আলি ট্রফি (Saied Mustak Ali Trofi)-তে বিদর্ভের বিরুদ্ধে হ্যাট্রিক সহ ৪টি উইকেট নিয়ে রাজস্থানের (Rajasthan) হয়ে জয় এনে দেন ২৭ বর্ষীয় দীপক।
তিরুভন্তাপুরমের বৃষ্টিভেজা সুবজ ঘাসে টসে জিতে ব্যাট হওয়ার সিদ্ধান্ত নেন বিদর্ভ অধিনায়ক ফৈয়জ ফাইজাল। তাঁর সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফেরে।
চাহারের হ্যাট্রিকে লোয়ার অর্ডারে ধস নেমে গিয়েছিল বিদর্ভের। তিন ওভার বল করে ১৮ রান দিয়ে চারটি উইকেট তোলেন দীপক।
তার বোলিং দাপটে শতরানের গণ্ডি পেরোনোর আগে ৯৯-তে গুটিয়ে যায় বিদর্ভ।
প্রসঙ্গত, গত রবিবার বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে ৭ রান দিয়ে ৬ উইকেট পেয়ে বিশ্ব রেকর্ড গড়েন দীপক চাহার।
ভাঙেন শ্রীলঙ্কান ম্যাজিশিয়ান বোলার অজন্তা মেন্ডিসের (Ajanta Mendis) ৮ রানে ৬ উইকেটের রেকর্ডকে।
পাশাপাশি টি-২০ ক্রিকেটে প্রথম ভারতীয় হিসেবে হ্যাট্রিক করেন তিনি।
চেন্নাই সুপার কিংস দলে খেলার সময় দীপকের কাটার, স্লোয়ার ইয়র্কারের নজির দেখেছে ক্রিকেট প্রেমীরা।
একইভাবে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ওপর ভর করে ১৪৪ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ।

Join Telegram

Join Now