২ থেকে ১৮ বয়সিদের মধ্যে কোভ্যাক্সিন ট্রায়াল ১০-১২ দিনের মধ্যেই শুরু হতে চলেছে

INTERNET-এবার শিশুদের মধ্যে শুরু হবে কোভ্যাক্সিন টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল। জানা গেছে, ২ থেকে ১৮ বয়সিদের মধ্যে কোভ্যাক্সিন টিকার ট্রায়াল আর ১০-১২ দিনের মধ্যেই শুরু হতে চলেছে। একথা জানিয়েছেন কেন্দ্রের নীতি আয়োগের সদস্য ভিকে পল।


১১ মে এই ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তাব এসেছিল। যাতে সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ভিকে বল বলেছেন, ‘‌২-১৮ বয়সিদের উপর কোভ্যাক্সিন টিকার দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (‌ডিজিসিআই)‌। আগামী ১০-১২ দিনের মধ্যেই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়ে যাবে।’‌
দেশের অন্তত ৫২৫ টি কেন্দ্রে চলবে এই ট্রায়াল। ইতিমধ্যেই আমেরিকা ও কানাডা ১২-১৫ বয়সিদের টিকার অনুমতি দিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *