২৬ বছরের এক তরুণীকে বেঁধে রেখে ঘরে লুটপাট
ঘটনাটি ঘটেছে গার্ডেনরিচ থানার অন্তর্গত পাহাড়পুর রোডে । পুলিশ সূত্রে খবর, তরুণী বাড়িতে একাই ছিল। ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। কিছু দুষ্কৃতী দরজাটি খুলে প্রবেশ করে। এরপর তরুণী বাধা দিতে গেলে তাকে বেঁধে রাখা হয়। অভিযোগ আলমারি ভেঙ্গে 15 লক্ষ টাকা লুট করে দুষ্কৃতীরা।
ওই তরুণী বাবা ,মা ও ভাই কেউই বাড়িতে ছিল না সবাই একটা গার্মেন্টস কারখানায় গিয়েছিল। সেই সুযোগে লুট করল দুষ্কৃতীরা ।
মেয়েটি বয়ানে জানিয়েছে, তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতনও করা হয়েছে। তবে আশেপাশের লোকজন এবং সেখানকার বাসিন্দাদের বক্তব্য এই ঘটনা ঘটেছে তারা বিন্দুমাত্র টের পায়নি।গার্ডেনরিচ থানার পুলিশ এখন পুরো ব্যাপারটা খতিয়ে দেখছে।