২০ টি টোটোও অটো আটক করে পুলিশ
সরকারি নির্দেশিকা ভেঙে চলাচল করা যানবহনের বিরুদ্ধে অভিযানো নামল ইংলিশবাজার থানার ট্রাফিক পুলিশ। বুধবার সকালে মালদা শহরের রথ বাড়ি এলাকায় অভিযান চালাই পুলিশ। বেশ কিছু টোটো ও অটো আটক করা হয়। জানা গাছে, সরকারি নির্দেশিকা অনুযায়ী সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত জরুরী কাজে যাতায়াত করতে পারবে টোটো। কিন্তু সেই নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে যথেচ্ছহারে যাত্রীবোঝাই করে গাড়ি চালানো। এদিন অভিযানে নেমে প্রায় ২০ টি টোটোও অটো আটক করে পুলিশ।