১ টাকায় ভরপেট খাবার

মালদাঃ-করোনা পরিস্থিতির কারণে রাজ্যজুড়ে আংশিক লকডাউন চলছে।যার কারণে বন্ধ হোটেল রেস্তোরাঁ। হাসপাতালে রোগীর পরিজনেরা সমস্যার মুখে পড়ছেন। তাই তাদের কথা মাথায় রেখে ১ টাকায় ভরপেট খাবার উদ্যোগ নিয়েছে মালদার চাঁচলের একটি হোয়াটস‍্যাপ গ্রুপ যুবশক্তি।প্রতিদিন দুপুর ১ টার মধ্যে তারা চাঁচল হাসপাতালে অসহায় রোগীর পরিজনদের হাতে দ্বিপ্রাহরিক আহার তুলে দিচ্ছেন। মঙ্গলবার পঞ্চম দিনেও রান্না করা খাবার হাসপাতালে নিয়ে যান। এদিন একদল যুবকের এই উদ্যোগে পাশে এসে দাঁড়িয়েছেন চাচল বিধানসভা নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন ঘোষ। এদিন হাসপাতালে রোগীর পরিজনদের মধ্যে খাবার খাবার পরিবেশন করেন। এদিন বেদসরে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসন্ রায়, চাচোল হাসপাতালে অ্যাসিস্ট্যান্ট সুপার শান্তনু পাল সহ অন্যান্যরা। এদিন রোগীর পরিজনদের পাতে মাছ, ডাল-ভাত সহ অন্যান্য খাবার পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *