বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

হসপিটালএ 200 কর্মীদের বিক্ষোভ

Published on: March 10, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
রিয়া ঘোষ :কলকাতা — মঙ্গলবার সকাল থেকে জোকা ESI হসপিটালএ 200 জন ঠিকা কর্মীদের বিক্ষোভ। তাদের দাবি দীর্ঘ দিন ধরে ঠিক সময়ে বেতন পাচ্ছে না। 5 জন কর্মীদের হসপিটাল থেকে বসিয়ে দেওয়া হয়েছে। তিন মাস ধরে কর্মীরা  বেতন ঠিকমত পাচ্ছে না এবং হসপিটাল থেকে হুমকি দেওয়া হচ্ছে যখন তখন কাজ থেকে বসিয়ে দেওয়া হবে ।


যা যা ফেসিলিটি পাওয়ার সেই সুবিধা গুলো পাচ্ছেনা কর্মীরা। ম্যানেজমেন্ট  কোনরকম পদক্ষেপ নিচ্ছে না। এরকমই অভিযোগ কর্মীদের ।হসপিটাল এর Ms কে ঘেরাও করে রেখেছে প্রায় 200 জন অস্থায়ী হসপিটাল কর্মী। 


 হাসপাতাল কর্তৃপক্ষের সামনে কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছে। তাদের অভিযোগ যতক্ষণ না তাদের দাবি মানবে ততক্ষণ তারা কাজে যোগ দেবে না। বর্তমানে হসপিটালে একটি অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে।

Join Telegram

Join Now