স্বামীকে নিয়েই শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের লিখিত অভিযোগ

মালদা, ২৩ মেঃ বছর তিনেক আগে পণ নিয়ে ছেলের বিয়ে দিয়েছিলেন বাবা-মা৷ স্ত্রীকে নিয়ে সংসার শুরু করে ছেলে৷ তাদের দেড় বছরের একটি সন্তানও রয়েছে৷ এরই মধ্যে ফের ছেলের বিয়ে দেওয়ার ছক কষেছিলেন বাবা-মা৷ তাতে মেয়ের বাড়ি থেকে আবার মোটা টাকার পণ আদায় করা যাবে৷ ছেলের দ্বিতীয় বিয়ের জন্য পাত্রী পছন্দ, এমনকি পাত্রীপক্ষের কাছ থেকে এক লক্ষ টাকা পণও নেওয়া হয়ে গিয়েছিল৷ কিন্তু দ্বিতীয় বিয়ে দিতে গেলে ছেলের প্রথম স্ত্রী আর বাচ্চাকে তো বাড়ি থেকে তাড়াতে হবে! তাই ছেলের অবর্তমানে পুত্রবধূর উপর অত্যাচারও শুরু হয় শ্বশুর-শাশুড়ির৷ বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করে ছেলেও৷ এভাবেই দিন কাটছিল৷ আজ সকালে ছেলে মহদিপুর সীমান্তের পার্কিং স্লটে কাজে গেলে পুত্রবধূর উপর ভয়ঙ্কর হামলা চালান শ্বশুর-শাশুড়ি৷ ওই বধূর কানের দুল ছিঁড়ে নেওয়া হয়৷ রক্তাক্ত অবস্থায় চিৎকার শুরু করেন তিনি৷ প্রতিবেশীরাও ছুটে আসেন৷ খবর যায় ছেলের কাছে৷ বাড়িতে দৌড়ে আসে সে৷ শেষ পর্যন্ত আজ স্বামীকে নিয়েই শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে ইংরেজবাজার থানায় বধূ নির্যাতনের লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বধূ৷ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের যদুপুর গ্রামে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *