সুরক্ষার দাবিতে বিক্ষোভ চাঁচল হাসপাতালের নার্সদের
করোনার বিরুদ্ধে লড়াইতে ইতিমধ্যে যারা আক্রান্ত হয়েছেন তাদের কথা,রোগীদের কথা এবং নিজেদের সুরক্ষার দাবিতেই এই অবস্থান বিক্ষোভ | প্লাকার্ডে বিভিন্ন লেখার মাধ্যমে নার্সরা আজ বিক্ষোভ প্রদর্শন করেন | কোনোটাতে লেখা ,” মানুষকে বাঁচাতে হলে চিকিৎস্যা কর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দাও,” কোনোটাতে আবার, “আমরা বাঁচাতে চাই,বাঁচতে চাই “লেখা|
এই বিক্ষোভ রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা কতটা বেহাল তা আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলো |
এদিনের বিক্ষোভে অংশ নেওয়া এক নার্স সংবাদমাধ্যমের প্রতিনিধিদের বলেন,” প্রশাসনে যারা রয়েছেন তারা যদি আমাদের রক্ষা না করতে পারেন,তাহলে আমরা রুগীদের কিভাবে বাঁচাবো? আমাদের হাসপাতালে আমাদের সহকর্মীরা আক্রান্ত হয়েছেন তাই আমরা সমস্ত সুরক্ষার কথা ভেবে হাসপাতাল বন্ধ করে স্যানিটেশনের দাবি তুলছি এবং আক্রান্তদের যারা সরাসরি সংস্পর্শে এসেছে কর্তৃপক্ষ থেকে তাদের যাতে হোম আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয় | আমাদের দাবি না মানলে আমরা আরোও বৃহত্তর আন্দোলনে নামবো” |