সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার দের অবস্থান বিক্ষোভ
মাধব দেবনাথ :নাদিয়া -সাত দফা দাবি দাবা নিয়ে অবস্থান বিক্ষোভ করতে দেখা গেল নদীয়ার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার দের। তাদের দাবি 60 বছরের চাকরি স্থায়ীকরণ করতে হবে, মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে, সিভিল ডিফেন্স কর্মীদের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন দপ্তরে নিয়োগ করতে হবে। এইচ আর এম এস এর আওতায় আনতে হবে। এবং যে সমস্ত ভলান্টিয়াররা এখনো পর্যন্ত ডিউটি পাইনি তাদেরকে ডিউটি প্রদান করতে হবে।
এই সমস্ত দাবি-দাওয়া নিয়ে নদীয়ার শান্তিপুরের ঘোড়ালিয়া প্রাথমিক স্কুলে বোর্ড গঠনের মাধ্যমে অবস্থান বিক্ষোভ করে তারা। অবস্থান-বিক্ষোভ এর মধ্য দিয়ে তারা আরো বলেন, লকডাউন এর কারণে আমরা কোথাও যেতে পারছিনা পরিস্থিতি একটু শিথিল হলেই সম্পন্ন বিষয়টি মুখ্যমন্ত্রী কে জানাব। তাতেও যদি কোনো সদুত্তর না মেলে তাহলে সারা নদীয়া জেলা জুড়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবো।