সাদা পোশাকে ওত পেতে বসে পুলিশ চোরের দল ধরল
মহেশতলার বিভিন্ন বন্ধ কল-কারখানা গুলিতে প্রায়শই চুরির ঘটনা ঘটছিল। সম্প্রতি এই নিয়ে মহেশতলা থানার পুলিশের একটি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। গতকাল রাতে জিনজিরা ফাঁড়ির পুলিশ সাদা পোশাকে গোপন সূত্রে খবর পেয়ে গোপালনগর সংলগ্ন একটি পরিত্যক্ত কারখানার সামনে ওত পেতে বসে ছিল। হঠাৎই দেখা যায় একটি ছোট হাতি করে সাত জন যুবক কারখানার মেন গেটের সামনে এসে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে সাদা পোশাকের পুলিশ গাড়িটিকে ঘিরে ধরলে ওদের কাছ থেকে একটি চপার, গুলি সমেত আগ্নেয়াস্ত্র এবং লোহার রড উদ্ধার হয়।পরে জিজ্ঞাসাবাদ করে জানা যায় এই সেই চোরের দল যাদেরকে মহেশতলা থানার পুলিশ হন্যে হয়ে খুঁজছিলো। মহেশতলা থানার পুলিশ আজ ৩৯৯/৪০২ এবং ২৫/২৭ (৩৫) আগ্নেয়াস্ত্র ধারায় আলিপুর কোর্টে পাঠিয়েছে। পুলিশ মহামান্য আদালতের কাছে আসামিদের নিজেদের হেফাজতের আবেদন জানিয়েছে।