সালিশি সভা চলাকালীন প্রকাশ্যে ছুরি

পূর্ব বর্ধমান তালিত গ্রামে তৃণমূল পার্টি অফিসে সালিশি সভা চলাকালীন প্রকাশ্যে ছুরি মেরে জখম করল স্ত্রী স্বামীকে।
গুরুতর জখম সেখ রকি (২৭),বর্ধমান এক নম্বর ব্লকের তালিত গ্রামের পশ্চিম পাড়ায় তার বাড়ি। পেশায় ওই যুবক শহর বর্ধমানের এক চিকিৎসকের গাড়ির চালক ছিলেন। জানাগেছে গত ছয় মাস আগে বিয়ে করেছিল লাভপুরের জোনাকি খাতুনকে। মাস তিনেক ঘর সংসার করার পর জোনাকি খাতুন তার বাপের বাড়ি লাভপুর চলে যায়।
গত দেড় মাস ধরে সেখ রকি ও জোনাকি খাতুন এর মধ্যে সম্পর্ক খারাপ হয়। দুপক্ষ থেকেই বিবাহ বিচ্ছেদ করে নেওয়ার সিদ্ধান্ত হয়। সেইমতো রবিবার তালিত গ্রামে তৃণমূলের পার্টি অফিসে সালিশি সভায় দুপক্ষকে বসিয়ে মীমাংসা চলে। যেখানে জোনাকি খাতুন বিবাহ বিচ্ছেদের দরুন ১২ লক্ষ টাকা দাবি করেন, সেখ রকি সাত লক্ষ টাকা দেবে বলে সিদ্ধান্ত হয়।
আর তার মাঝেই জোনাকি খাতুন তার ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে সেখ রকি কে জখম করে। ঘটনায় গুরুতর রক্তাক্ত অবস্থায় সেখ রকি মাটিতে লুটিয়ে পড়ে। গ্রামবাসীর সহযোগিতায় পরিবারের লোকজন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসে। । গ্রামবাসীরা জোনাকি খাতুন ও তার মাকে দেওয়ান দিঘি থানার পুলিশের হাতে তুলে দেয়।