শিশু পাচার কান্ডে সি আই ডির হাতে চুক্তিপত্র, সিআইডি হেফাজতে থাকা ধৃতদের জেল হেফাজতের নির্দেশ
বাঁকুড়া: সৈয়দ মফিজুল হোদা – শিশু পাচার কান্ডে অবশেষে সি আই ডি র হাতে এল চুক্তিপত্র । শিশু লেনদেনের ক্ষেত্রে দু পক্ষের মধ্যে এই চুক্তি হয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানতে পারে সি আই ডি। চুক্তি পত্র হাতে আসার পর ওই চুক্তিপত্রের বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এদিকে শিশু পাচার কান্ডের ঘটনায় সতীশ ঠাকুর সহ চার অভিযুক্তর আজ সি আই ডি হেফাজতের সময়সীমা শেষ হওয়ায় আজ অভিযুক্তদের বাঁকুড়া জেলা আদালতে হাজির করা হয়। আদালত ওই চারজনকে আগামী ২ আগষ্ট পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।