লোকসভার দলনেতার পদ থেকে সরলেন অধীর চৌধুরী। কংগ্রেসের দলীয় সিদ্ধান্তেই তাঁকে সরানো হয়েছে বলে খবর।

পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা মাথায় রেখে লোকসভার কংগ্রেস দলনেতার পদ থেকে AICC অধীর রঞ্জন চৌধুরী সরিয়ে দিল। অধীর চৌধুরীরর জায়গায় ওই পদে আনা হল পঞ্জাবের ধূলিয়ানার সাংসদ এবং লোকসভায় কংগ্রেসের সচেতক রভনীত সিং বিট্টুকে। লকসভার অধ্যক্ষের কাছে এই মর্মে চিঠি দেওয়া হয়েছিল বেশ কয়েকদিন আগে। সেই চিঠির অনুমোদন দিয়েছেন লোকসভার স্পিকার। কাজেই লোকসভার বাজেট অধিবেশনের বাকি দিনগুিলি অধীরের দায়িত্ব পালন করবেন বিট্টু।

এদিকে প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচনের গুরুত্বের কথা মাথায় রেখে অধীর চৌধুরীকে লোকসভায় কংগ্রেসের দলনেতার পদ থেকে সরিয়ে বাড়তি দায়িত্ব দিয়ে রাজ্যে বেশি সময় থাকার ব্যবস্থা করা হল। তবে এই কথাটি কতটা বাস্তব তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার নন্দীগ্রামে আহত হওয়ার পরে অধীর চৌধুরী বলেছিলেন মমতা নাটক করছেন। কিন্তু বৃহস্পতিবার সেই একই ইস্যুতে AICC-র মুখপাত্র সুপ্রিয়া সিনহা অধীর চৌধুরীর এই বক্তব্য প্রসঙ্গে বলেছেন, অধীর চৌধুরী যা বলেছেন তা তাঁর ব্যক্তিগত মত। দল তার এই মত সমর্থন করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *