লক ডাউন এ বাড়িতে সময় কাটানোর জন্য টি ভি তে রামায়ণ
লকডাউনে সময় কাটাবেন কী করে? সমস্যা দূর করতে ছোট পর্দায়আসছে রামায়ণ, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাভড়েকর। সেই পুরনো রামায়ণ আবার ফিরছে টিভিতে। শুরু হয়ে যাচ্ছে সম্প্রচার। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন এ কথা।
মন্ত্রী টুইট করে জানিয়েছেন, জনতার দাবি মেনে শনিবার থেকে ডিডি ন্যাশনাল চ্যানেলে আবার রামায়ণ সম্প্রচার শুরু হবে।সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত হবে একটা এপিসোড, অন্যটা হবে রাত নটা থেকে ১০টা পর্যন্ত।