লক্ষ্য স্থির করে নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক
দলের নামী-দামী ক্রিকেটারদের পিছনে ফেলে অধিনায়ক হয়েছেন ঋষভ পন্থ। যে ভাবে অভিজ্ঞ ক্রিকেটারদের টপকে তাঁর মতো তরুণ ক্রিকেটারের উপর আস্থা রেখেছে দিল্লি ক্যাপিটালস, তাতে উচ্ছ্বসিত পন্থ।
কাঁধে চোট পাওয়ায় এ বারের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁর জায়গায় মঙ্গলবার দিল্লি ক্যাপিটালস অধিনায়ক হিসেবে পন্থের নাম ঘোষণা করেছে। এ বারই প্রথম আইপিএলে অধিনায়কত্ব করবেন পন্থ। এর আগে দিল্লির রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছেন।
বুধবার নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিয়োয় পন্থ বলেছেন, ‘আমার প্রতি বিশ্বাস দেখানোর জন্য ধন্যবাদ দিল্লি ক্যাপিটালস। প্রতিদিন নিজের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করব। আশা করি এ বছর শেষ সীমারেখাটাও অতিক্রম করব। দিল্লির সমর্থকদের উদ্দেশে বলছি, আমাদের সমর্থন করে যান।’ ভিডিয়োর ক্যাপশনে পন্থ আলাদা করে ধন্যবাদ জানিয়েছেন কোচ রিকি পন্টিংকে।