রোনাল্ডোর জুভেন্তাসের বিরুদ্ধে টিম নামতেই পারল না নাপোলি
সৌজন্যে :ইন্টারনেট -রবিবার রাতে, নির্দিষ্ট সময়েই মাঠে উপস্থিত হয়েছিল জুভেন্তাসের খেলোয়াড়রা। ছিলেন ম্যাচ অফিশিয়ালরাও। কিন্তু খেলা শুরুর হওয়ার সময় পেরিয়ে আরও ৪৫ মিনিট অতিক্রান্ত হয়ে যায়। কিন্তু সেলফ আইসোলেশনে থাকায় নাপোলির কোনও খেলোয়াড়ই উপস্থিত ছিলেন না। শেষপর্যন্ত ম্যাচটি বাতিল বলে ঘোষণা করেন অফিশিয়ালরা। নিয়মানুযায়ী, এই ম্যাচে তাই ৩–০ গোলে জুভেন্তাসকেই জয়ী বলে ঘোষণা করে দেওয়া হবে।
গত চারদিনে দু’জন খেলোয়াড় করোনা পজিটিভ। স্থানীয় স্বাস্থ্য আধিকারিকদের পক্ষ থেকে তাই গোটা দলকেই পাঠিয়ে দেওয়া হয়েছিল সেলফ আইসোলেশনে। সেকারণে মাঠে একজন খেলোয়াড়কেও আনতে পারল না নাপোলি। ভেস্তে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাসের সিরি এ লিগের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।