রাজ্যে একাধিক ক্ষেত্রে লকডাউনে ছাড়, পাশ একাদশ শ্রেণির ছাত্র ছাত্রীরা.. ঘোষণা মুখ্যমন্ত্রীর

সৌজন্যে :ইন্টারনেট – একশো দিনের কাজের ক্ষেত্রে ছাড় দিলো রাজ্য ।২১ দিনের লক ডাউন শেষে দ্বিতীয় পর্যায়ে ১৯দিনের লকডাউন শুরু হয়েছে। এই পর্যায়ে ছাড় দিল রাজ্য সরকার বেশ কিছু ক্ষেত্রে ।  বুধবার সাংবাদিক বৈঠক করে সেকথা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি, ছোটো শিল্প ক্ষেত্রে ছাড় দেওয়া হলো । দেওয়া হলো একশো দিনের কাজের ক্ষেত্রেও ছাড় ।


 রাজ্যের যে যে বিষয়গুলি লকডাউনের বাইরে থাকবে সেগুলি হলো-

 *ছোটো শিল্পতালুক চালু করা যেতে পারে। 
 *গ্রামীণ শিল্প চালু করা যেতে পারে।
 *ডেপুটি সেক্রেটারি স্তরের আধিকারিকরা কাজ করবেন। 
 *২০ এপ্রিলের পর একশো দিনের কাজ শুরু করা যেতে পারে। 
 *প্রত্যেক ক্ষেত্রে ১৫ শতাংশ শ্রমিক কাজে লাগানো যাবে।  
 *ভিন রাজ্যের শ্রমিকদের ৩-৪ দিন ছেড়ে দেওয়া হবে। 
 *রাজ্যের সমস্ত জুটমিলে কাজ শুরু করা যাবে , তবে নিয়ম মেনে।
 * আইসিডিএস সেন্টার ১৫ মে পর্যন্ত বন্ধ। 
শিক্ষাক্ষেত্রে জানান :
 *জুন মাসে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষা হবে।    
 * একাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের প্রোমোশন দেওয়া হবে। 
 * শুধু ফাইনাল সেমিস্টার দেবে কলেজ এর ছাত্র -ছাত্রীরা। 
 * বিশ্ববিদ্যালয়ের একটা করে সেমিস্টার এগিয়ে যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *