বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

যাত্রী প্রতীক্ষালয় দখল করে রমরমিয়ে লটারি ব্যবসা

Published on: June 14, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদাঃ- যাত্রী প্রতীক্ষালয় দখল করে রমরমিয়ে চলছে লটারি ব্যবসা।চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা।নেই কোনো প্রশাসনের পদক্ষেপ।মালদহের রতুয়া বাস স্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়টি এখন লটারি ব্যবসায়ীদের দখলে।

জানা গেছে রতুয়া বাস স্ট্যান্ড একটি গুরুত্বপূর্ণ স্ট্যান্ড। দৈনিক হাজার হাজার মানুষের সমাগম এই স্ট্যান্ডে।এই বাস স্ট্যান্ড এর সাথে যুক্ত রয়েছ ভালুকা-হরিশ্চন্দ্রপুর,সামসি-চাঁচল ও মালদা, মানিকচক রাজ্য সড়ক।এই বাস স্টান্ড থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন কলকাতা, দুর্গাপুর সহ বিভিন্ন শহরে ।নিত্যযাত্রীদেরকে ঝড়-বৃষ্টি ও রৌদ্র উপেক্ষা করে রাস্তার ধারে বা কোনো চায়ের দোকানের ছাউনির তলায় আশ্রয় নিতে হয়।

অপরদিকে যাত্রী প্রতীক্ষালয়টি ঘিরে রয়েছে নানান রকমের দোকান।যার মাশুল গুনতে হয় এই রতুয়া বাসস্ট্যান্ডে আসা নিত্যযাত্রীদের।প্রতীক্ষালয়টির পাশে‌ সুলভ শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা থাকা সত্ত্বেও এদের যাত্রীরা যেতে পারে না।

Join Telegram

Join Now