মাত্র ৪০ পয়সার হজমের ওষুধেই করোনা কাবু হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞ দের

সৌজন্যে -ইন্টারনেট :পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে করোনায়। এখনো কোনো ওষুধ আবিষ্কার হয়নি। তার মধ্যে আসার আলো দেখাচ্ছে মাত্র ৪০ পয়সার একটি বদ হজম এর ওষুধ। ওষুধটির নাম ফেমোটিডিন ,দাম মাত্র ৪০ পয়সা।করোনা ভাইরাস যখন ভয়ানক হয়ে উঠছে তখন এই ওষুধে গবেষণা করে আশানুরূপ ফল পাওয়া গেছে বলে মনে করছেন নিউয়ার্ক এর গবেষকরা।চিনে নাকি এই ওষুধের ট্রায়াল চলছে।
গ্যাস অম্বলের মতো গেস্ট্রো সমস্যায় এই ফেমোটিডিন ওষুধ সারা বিশ্বে ব্যাবহার হয়। মার্কিন মুলুকে এই ওষুধের নাম পেপসিড। কেন্দ্রীয় নির্দেশে এই ওষুধের গুণগত গুণমান উৎপাদন বাড়ানোর কাজে জোর দিতে বলা হয়েছে। এই ওষুধ আমাদের দেশেও তৈরি হয়। ফলে এই ওষুধের জন্য অন্য কোনো দেশের কাছে হাত পাততে হবে না আমাদের। করোনা সংক্রমণ রুখতে এই ওষুধ কতটা কার্যকরী হবে তাই এখন দেখার।