ভ্যাকসিন নিয়ে আবারো উত্তপ্ত পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটাল চত্বর

অনলাইনে ভ্যাকসিনের স্লট বুকিং কারীদের আজ ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিল পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটাল স্বাস্থ্য দপ্তর। সেই মর্মে স্লট বুকিং কারীরা সকাল থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটাল চত্বরে লাইনে দাঁড়ান। 200 জন স্লট বুকিং কারীদের ভ্যাকসিন টুকুন দেন স্বাস্থ্যকর্মীরা, এবং ওই 200 জনের  ভ্যাক্সিনেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর , ভোর থেকে দাঁড়িয়ে থাকা  স্লট বুকিং করেননি এরকম প্রচুর মানুষ  উত্তেজিত হয়ে বিক্ষোভ দেখায়,ভ্যাকসিন পর্যাপ্ত না থাকার জন্য  দেওয়া সম্ভব নয় জানালে  স্বাস্থ্যকর্মীদের হসপিটালে ভ্যাকসিন কক্ষে মধ্যে দরজার শিকল লাগিয়ে দেয়। । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসেন পাঁশকুড়া থানার পুলিশ। এরপর  পুলিশের হস্তক্ষেপে উত্তেজিত জনতাকে সরিয়ে ভোর থেকে দাঁড়িয়ে থাকা  স্লট বুকিং করেননি এরকম ব্যক্তিদের নাম এবং ফোন নাম্বার জমা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ, এবং জানায়  পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন আসলে  তাদের ফোন করে ডাকা হবে।এবং হাসপাতাল চত্বরে অপ্রীতিকর ঘটনা এড়াতে পাঁশকুড়া থানার পুলিশ মোতায়েন করা হয় হসপিটাল চত্বরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *