ভোটের আগেরদিন উদ্ধার হল তাজা বোমা,এলাকায় আতঙ্ক

রাত পোয়ালেই দ্বিতীয় দফার ভোট , তারই মাঝে পটাশপুর ১ নং ব্লকের নৈপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সাঁয়া গ্রামে একটি কাঠ মিলের কাছে 10 থেকে 12 টি তাজা বোমা পড়ে থাকতে দেখেন এলাকার মানুষজন।যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।বোমা গুলো পড়ে থাকতে দেখা যায় একটা কাট চেরাই সমিলের কাছে , আতঙ্কে ভুগছে গোটা গ্রাম, এই ধরনের বোমা চোখে পড়ার ঘটনা নতুন নয় ঐ এলাকায়।

 ভোট ঘোষণা হওয়ার পর থেকেই লাগাতার বোমা উদ্ধার হওয়ার ঘটনা একপ্রকারের রোজনামচা হয়ে উঠেছে। এবার ভোটের আগেরদিন ভোট কেন্দ্রের এলাকা থেকেই উদ্ধার হল তাজা বোমা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে স্থানীয় পুলিশ বাহিনী। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনাটি পশিমমেদিনীপুর জেলার দাসপুর থানার অন্তর্গত রাজনগর এলাকার। ওই এলাকারই এক জনবহুল সড়কের ধার থেকে ভোটের আগেরদিন দুটি বোমা উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় থানার পুলিশকর্মীরা। তাজা বোমা দুটির উপর জল ঢেলে প্রাথমিকভাবে তা নিষ্ক্রিয় করার প্রয়াসও করেন তাঁরা। তাঁরাই খবর দেন বম্বস্কোয়াডে। খবরটি জানাজানি হতেই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির নেতা সমর্থকদের দাবি এলাকায় আতঙ্ক তৈরি করতেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে তৃণমূল। অন্যদিকে তৃণমূলের দাবি এটা বিরোধীদের কাজ। এলাকায় অশান্তি তৈরি করতে এই সব করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের দ্বিতীয় দফার নির্বাচনে ভোট গ্রহণ করা হবে পশ্চিম মেদিনীপুরে। খড়্গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোণা, কেশপুরে ভোটগ্রহণ চলবে। পশ্চিম মেদিনীপুরে ভোটের জন্য মোতায়েন করা হয়েছেছে ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *