বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বিয়েবাড়ির উৎসবের মেজাজের মধ্যেই এক কন্যা শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ

Published on: January 20, 2020
---Advertisement---

Join WhatsApp

Join Now
                                        দেবু সিংহ:মালদা  –

 বিয়েবাড়ির উৎসবের মেজাজের মধ্যেই এক কন্যা শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল ইংরেজবাজার শহরে রবিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের ৩৪ নং জাতীয় সড়ক লাগোয়া বুড়াবুড়িতলা এলাকায়শিশুচোর সন্দেহে এক যুবককে ধোলাই দেয়  শিশুকন্যাটির আত্মীয়স্বজন ও এলাকাবাসী


খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিসআহত যুবককে মালদা মেডিক্যাল  কলেজ ও হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিসতবে সন্দেহভাজন ওই যুবকের পরিচয় এখনও জানা যায় নি



ওই শিশুকন্যাটির মামা ছোটন সিং বলেন, আমরা বিয়েবাড়ি নিয়ে মেতে ছিলামবাচ্চারা গানের তালে তালে নাচ করছিলওই সন্দেহভাজন যুবকও বাচ্চাদের নাচ দেখার অছিলায় দাঁড়িয়ে পড়েপ্রথমে আমাদের কোনও সন্দেহ হয় নিহঠাৎই আমার নজরে আসে ওই যুবক আমার ভাগ্নিকে কোলে নিয়ে হাঁটা দিয়েছেআমি প্রথমে খানিকটা হতভম্ব হয়ে গেলেও চিৎকার করে তাকে দাঁড় করাইওই যুবক দাবি করে সে আমার ভাগ্নিকে বাজারে নিয়ে গিয়ে উপহার কিনে দিতে চাইছিল। 


অথচ তাকে আমরা কেউই চিনি নাসন্দেহ হওয়ায় আমার দিদিকে ডেকে নিয়ে আসিকিন্তু সেও ওই যুবককে চিনতে পারে নিতখনই আমাদের সন্দেহ হয় ওই যুবক আমার ভাগ্নিকে অপহরণের চেষ্টা করছিলবিষয়টি জানাজানি হতেই অনেকে ছুটে আসেনওই যুবককে সামান্য মারধর করা হয়পুলিস ঘটনাস্থলে এসে ওই অজ্ঞাতপরিচয় যুবককে নিতে যায়

Join Telegram

Join Now