বিয়ে করলেন মমতা ব্যানার্জী, পাত্রের নাম সোশ্যালিজম
INTERNET(তামিলনাড়ু) :-বিয়ে করলেন মমতা ব্যানার্জী, পাত্রের নাম সোশ্যালিজম! বিষম খাওয়ার মতো ঘটনা ঘটলেও, ঠিক এমনটাই হল তামিলনাড়ুর সালেমে। রীতিমতো অনুষ্ঠান করেই হল বিয়ে। পাত্রীর নাম সত্যিই মমতা ব্যানার্জী। পাত্র সোশ্যালিজম। মমতা বন্দ্যোপাধ্যায় ও সোশ্যালিজমের বিয়ের খবরে কার্যত তাজ্জব বনে গিয়েছে গোটা দেশ। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের কার্ড। তাই দেখে হেসেই গড়াচ্ছেন সকলে। তবে পাত্রীর নাম না হয় কাকতালীয় ভাবে মিলে গেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে। পাত্রের এমন অদ্ভুত নামের কারণ কী! তামিলনাড়ুর সালেম জেলার সিপিআই-এর জেলা কমিটির সম্পাদক লেনিন মোহনের ছেলে সোশ্যালিজম। তাঁর অপর দুই ছেলের নাম কমিউনিজম ও লেনিনিজম। ছেলেদের এমন নাম রাখার পেছনে প্রত্যাশিত ভাবেই রয়েছে তাঁর রাজনৈতিক দর্শন ও বিশ্বাস। লেনিন মোহন বলেন, ‘সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই সবাই বলত কমিউনিজম উবে গিয়েছে। নষ্ট হয়ে গিয়েছে গোটা দর্শনটাই। সেই সময়ে এমনই খবর প্রচারিত হতো সবসময়। আমার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা। তাই বড় ছেলের জন্মের পর কমিউনিজম নাম রাখার সিদ্ধান্ত নিই। আমি বিশ্বাস রাখি বিশ্বে মানবসভ্যতা যতদিন আছে, কমিউনিজমের দর্শনও ততদিন থাকবে।’ বাকি দুই ছেলের নামও এই চিন্তা থেকেই রাখা। মেয়ে হলে নাম রাখতেন মার্কসিয়া, এমনটাও ভেবে রেখেছিলেন। তবে লেনিন মোহন যে গ্রামের বাসিন্দা, সেই কাট্টুর গ্রামের অধিকাংশ মানুষই এই দর্শনে বিশ্বাসী। আর তাই তাঁদের গ্রামের ‘রাশিয়া’, ‘মস্কো’, ‘চেকোস্লোভাকিয়া’, ‘রোমানিয়া’, ‘ভিয়েতনাম’ নামের ছেলে-মেয়েদের খোঁজ পাওয়া যায় ঘরে ঘরে। তবে পাত্রী পি মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ওই জেলারই এক কংগ্রেস পরিবারের মেয়ে। সেখানেও বছর বিশ আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেসে ছিলেন, তখন তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই মেয়ের নাম রাখা হয়েছিল মমতা ব্যানার্জী। তবে কে জানত, কংগ্রেস আর সিপিআই একদিন গাঁটছড়া বাঁধবে মহা ধূমধামে !