INTERNET – ভোটকুশলী প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী লোকসভা নির্বাচনে মেলেনি সে কথা তিনি নিজে স্বীকার করে নিয়েছেন।২ অক্টোবর দল গঠন করছেন প্রশান্ত কিশোর ।দলের নাম হল জন সুরজ।প্রশান্ত কিশোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ইন্ডিয়া ও এনডিএ জোটকে।২০২৫ সালের বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটকে এবং এনডিএ কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।২০২৫ সালের বিধানসভা নির্বাচনে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেবে প্রশান্ত কিশোরের জন সুরজ।
বড় খবর ভারতীয় রাজনীতিতে
By anandabarta
Published on: June 20, 2024

---Advertisement---