বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বছরের প্রথম দিনে জমজমাট বাঁকুড়ার রণডিহা ড্যাম

Published on: January 1, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

বাঁকুড়া জেলার সোনামুখী থানার অন্তর্গত রণডিহা ড্যাম বাঁকুড়া জেলার পর্যটন মানচিত্রে অন্যতম। এই ড্যামের এক প্রান্তে রয়েছে বাঁকুড়া জেলা অপর প্রান্তে রয়েছে বর্ধমান জেলা । দুই জেলার সংযোগস্থলে বছরের প্রথম দিনে পর্যটকের ঢল উপচে পড়ার মতো । জেলার বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা পিকনিক করার জন্য ভিড় জমিয়েছেন পাশাপাশি ভিন রাজ্য থেকেও এখানে পর্যটকেরা প্রতি বছর পিকনিক করতে আসেন ।

বছরের প্রথম দিনে যাতে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য সদা সতর্ক রয়েছে সোনামুখী থানার পুলিশ প্রশাসন । রীতিমতো পুলিশ ক্যাম্প তৈরি করে গোটা এলাকায় নজরদারি চালানো হচ্ছে টহল দিচ্ছে পুলিশি ভ্যান ।তবে এতো আনন্দের মধ্যেও রণডিহা গেটের একেবারে উপরে উঠে পড়েছে দূর দূরান্ত থেকে আগত পর্যটকরা ফলে যেকোনো মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির মত দুর্ঘটনা ।মলয় পর্যটকেরা বলেন , আমরা প্রতিবছরই এখানে পিকনিক করতে আসি তবে সরকারি উদ্যোগে যদি বোটিং সিস্টেম এর ব্যবস্থা করা হতো তাহলে খুবই ভালো হতো ।

Join Telegram

Join Now