ফ্লপ অর্জুন, বিশ্বকাপের পর নেমেই ফের জাত চেনালেন যশস্বী
সৌজন্যে :ইন্টারনেট
বিশ্বকাপের পর প্রথম ম্যাচে নেমেই সেঞ্চুরি করে নিজের জাত চিনিয়ে দিলেন।
সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন ফ্লপ। ৪৫ বল খেলে তিনি মাত্র ৬ রান করেছেন। এদিন পণ্ডিচেরি প্রথমে ব্যাট করে ২০৯ রানে অলআউট হয়ে যায়। পাল্টা ব্যাট করতে নেমে মুম্বই আপাতত দুই উইকেট হারিয়ে ২৯৮ রান তুলেছে।
Col C K Nayudu Trophy 2019-20 টুর্নামেন্টে মুম্বইয়ের হয়ে সেঞ্চুরি করেছেন যশস্বী। পণ্ডিচেরির বিরুদ্ধে ১২৭ বল খেলে সেঞ্চুরি করলেন যশস্বী। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে যশস্বী ৩০০-র বেশি রান করেছিলেন। টুর্নামেন্ট সেরা হয়ে পুরস্কার জিতেছিলেন।
বিশ্বকাপের পর প্রথম ম্যাচে নেমেই সেঞ্চুরি করে বাঁ-হাতি ব্য়াটসম্যান যশস্বী নিজের জাত চিনিয়ে দিলেন। ১৬৩ রানে অপরাজিত রয়েছেন যশস্বী।