ফাইবারের সাড়ে 7 ফুটের দুর্গামুর্তি অস্ট্রেলিয়া তে
নদীয়া,চাকদাহ:-সাড়ে ৭ফুটের দুর্গা মূর্তি সঙ্গে গণেশ,হনুমানজি,মহাদেব,রামচন্দ্রএকসাথেই যাচ্ছে অস্ট্রেলিয়ার পাশে ফিজিতে ভারত সেবাশ্রম সংঘে।ছোট বেলা থেকে বিভিন্ন রকমের মূর্তি ,স্ট্যাচু সহ নানা কিছু তৈরি করার নেশা ছিল।পরবর্তী কালে তা পেশায় রূপান্তরিত হয় । কলকাতার কুমারটুলী থেকে কাজ শিখে এখন নিজেই চাকদাহতে কারখানা স্টুডিও খুলেছেন।ফাইবারের বিভিন্ন মূর্তি থেকে নানা ধরণের মূর্তি হয় এখানেয়। এই বার তার দুর্গমুর্তি যাচ্ছে অস্ট্রেলিয়াতে ভারতসেবাশ্রম সংঘে। 4 মাস ধরে পরিশ্রম করে তার দুর্গা মূর্তি শেষ হয়েছে। শুধু তাই নয় সঙ্গে যাচ্ছে হনুমানজি,রাম,গণেশ ,ও মহাদেব। কোভিড সংক্রমণের জন্য মূর্তি যেতে না পারায় একইসঙ্গে জাহাজে করে পাড়ি দেবে একসাথে ফাইবারের দুর্গা মূর্তি অস্ট্রেলিয়াতে। এখন থেকে তার তোড়জোড় চলছে জোরকদমে প্যাকিংএরকাজ।,কয়েক দিন পরই পাড়ি দেবে জাহাজে করে অস্ট্রেলিয়াতে। এরআগে অনুপ গোস্বামীর তৈরি মূর্তি দেশ বিদেশে বহু প্রশংসিত হয়েছে। তবে ফাইবারের সাড়ে 7 ফুটের দুর্গামুর্তি অস্ট্রেলিয়া তে পূজো হবে সেটা কম গর্বের নয় এমনটাই জানান তিনি।