প্রেমিকার গলা কাটা বস্তা বন্দি দেহ
দেবু সিংহ :মালদা
নিখোঁজ হওয়ার ১৫ দিন পর এক যুবতীর বস্তাবন্দি গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বৈষ্ণবনগরে। একটি জলাশয়ে ভাসতে দেখেন মৎস্যজীবীরা। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেন। মৃতার প্রেমিক-সহ তার বাড়ির ৫ জনের নামে অভিযোগ।
নিখোঁজ হওয়ার ১৫ দিন পর এক যুবতীর বস্তাবন্দি গলাকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বৈষ্ণবনগরে। একটি জলাশয়ে ভাসতে দেখেন মৎস্যজীবীরা। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করেন। মৃতার প্রেমিক-সহ তার বাড়ির ৫ জনের নামে অভিযোগ।
ঘটনার পর থেকে পলাতক তারা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতার নাম প্রিয়াঙ্কা মন্ডল(১৮)। বৈষ্ণবনগর থানার চর সুজাপুরের সরকারপাড়ায় তাঁর বাড়ি। অভিযুক্ত প্রেমিকের নাম আকাশ মন্ডল।
জানা গেছে, বছর খানেক আগে আকাশ ভুল বুঝিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে পালায়। পরে পুলিশের সাহায্য নিয়ে নাবালিকা প্রিয়াঙ্কাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়। এই ঘটনার পর অভিযুক্ত আকাশ অন্যত্র বিয়ে করে। তারপরেও প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্ক রেখে যায়।
গত ৯ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ প্রিয়াঙ্কা। পরিবারের লোকেদের অভিযোগ, তাঁর গলা কেটে খুন করার পর বস্তাবন্দি দেহ ভাসিয়ে দেওয়া হয় জলাশয়ে। ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণবনগর থানার পুলিশ।