বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়ায় বক্স অফিস কালেকশন ১০০ কোটির ক্লাব হাউজে নাম ঢুকবেনা ভাইজানের

Published on: May 13, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

গত বছর ইদে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি। করোনা আবহে আটকে যায় ছবির মুক্তি। সলমন খান প্রেক্ষাগৃহে আসবেন একটু জাঁকজমক থাকবে না তা কি হয়? যদিও করোনা সেই ইচ্ছেতে জল ঢেলে দিয়েছে। ফলে ইদেই মুক্তি পাচ্ছে সলমনের ছবি। আগামী ১৩ মে মুক্তি পাচ্ছে সলমনের ‘রাধে’। এই প্রথম থিয়েটারে ন, ওটিটি তে মুক্তি পাবে সলমনের বিগ বাজেট ফিল্ম। হলমালিকেরা আবেদন জানানোর পর তা মেনে নেন সলমন। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে বন্ধ সিনেমা হল। ফলে একদিকে যেমন সিনেমাপ্রেমীদের লোকসান, অন্যদিকে কোটি ক্লাবে নাম লেখাতে পারবে না রাধে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই ছবি বড় পর্দায় মুক্তি করার ভাবনা রয়েছে তাঁর।

‘রাধে’-তেই স্বপ্নপূরণ। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলরের সঙ্গে স্ক্রিনশেয়ারেই স্বপ্নপূরণ দিশার। তবে মন খারাপ সলমনের। কারণ এবার ১০০ কোটির ক্লাব হাউজে নাম ঢুকবেনা ভাইজানের।  মুক্তির আগেই রাইটস বিক্রিতে অলরেডি লাভ করেছে প্রযোজনা সংস্থা। সলমন-দিশার জুটিও পছন্দ করেছেন দর্শক। ডান্স ফ্লোরে চুটিয়ে এনজয় করেছেন টাইগার শ্রফের বান্ধবী। সলমন দিশার অনস্ক্রিন রসায়নে মুগ্ধ নেটদুনিয়া। কে বলবে পঞ্চান্নর দোরগোড়ায় দাঁড়িয়ে ভাইজান?

Join Telegram

Join Now