প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হিন্দি ওটিটি প্ল্যাটফর্মে

 গত বছর আঁচ পাওয়া গিয়েছিল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা যাবে বিক্রমাদিত্য মোতওয়ানের ওয়েব সিরিজে। তারপর করোনা ছেয়ে যায় দেশে। লকডাউনে শুটিং বন্ধ। ২০২০-তে আর এগোয়নি এই ওয়েব সিরিজ। করোনার পরে নতুন প্রোজেক্ট শুরু করতে প্রসেনজিৎ সময় নিলেন অনেকটা। এর মাঝে বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিকে উত্তম কুমার রূপে দেখা যাবে তাঁকে। করোনার পর অল্প সময় সে ছবির শুটিং করেছেন। তবে নতুন প্রোজেক্ট নিয়ে শুটিং ফ্লোরে ফেরা বলতে যা বোঝায়, সেটা এ বার করতে চলেছেন টলিউডের বুম্বাদা। ক’ দিন আগে পরমব্রত চট্টোপাধ্যায় একটি নতুন কনটেন্টে রবিনা ট্যান্ডনের সঙ্গে কাজ করলেন, যেটি দেখা যাবে ওটিটিতে। যিশু সেনগুপ্ত ওটিটি প্ল্যাটফর্মের হিন্দি কনটেন্টে কাজ করছেন নিয়মিত। জিৎ বা দেব এখনও ওটিটি প্ল্যাটফর্মের দিকে পা বাড়াননি। তবে প্রসেনজিৎ তৈরি।

কেন? কারণ বিক্রমাদিত্যর নাম জড়িয়ে রয়েছে ‘সেক্রেড গেমস’-এর সঙ্গে। বলিউডে প্রাচীন যুগে আবহাওয়া কেমন ছিল, তারকাদের মধ্যে কেমন রাজনীতি চলত, তাঁদের জীবনযাপন বা যৌবনযাপন কেমন ছিল, সব কিছুই নাকি উঠে আসবে এই নতুন ওয়েব সিরিজে। এটি ফিকশন। তবে বলিউডের তাবড় কিছু তারকার জীবনকে ভিত করে চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সেখানে অন্যতম প্রধান চরিত্রে থাকছেন প্রসেনজিৎ। এপ্রিলের গোড়া থেকে মুম্বইতে শুটিং করবেন তিনি। সূত্রের খবর, কলকাতায় একদিন শুটিং রয়েছে তাঁর। অর্থাৎ এই ওয়েব সিরিজের শুটিং হবে শহরেও।

প্রসেনজিতের সঙ্গেই গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অদিতি রাও হায়দারি। অপারশক্তি খুরানাকে একটি কৌতূহলদ্দীপক চরিত্রে দেখা যাবে বলে জানা গেল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি ৩৫ দিন এই প্রোজেক্টের জন্য শুটিং করবেন। বাঙালির যে নজর থাকবে, এই কনটেন্টের ওপর, সংশয় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *